পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়, এনডিটিভির প্রতিবেদন
প্রবল গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল আগেই। ভারতের মেঘালয় রাজ্যে তার মৃতদেহ পাওয়ার কথা গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রাজ্যটির পুলিশ বিভাগ। খবর এনডিটিভির।
মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট ইসহাক আলী খান পান্নার অর্ধগলিত লাশটি রাজ্যের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের ডোনা ভোই গ্রামের একটি পানের বরজ থেকে উদ্ধার করা হয়। ওই এলাকাটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত।
পুলিশ জানায়, পান্নার ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সঙ্গে থাকা পাসপোর্টের সূত্র ধরে পান্নাকে শনাক্ত করা হয়েছে।
মেঘালয় পুলিশের সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, গলা টিপে শ্বাসরোধ করার কারণে পান্নার মৃত্যু হয়েছে। সূত্রটি আরও জানায়, পান্নার মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পান্নার কপালে ছিল কালশিটে দাগ, যা আঘাতের কারণে হয়ে থাকতে পারে। এ ছাড়া শরীরেও ছিল বেশ কিছু আঘাতের চিহ্ন।