রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের ১ তারিখ থেকে রমজান মাস শুরু হতে পারে। আজ রোববার (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাত সপ্তাহের অপেক্ষার পর ইবাদতের মাস পবিত্র রমজান শুরু হবে। এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।
পবিত্র রমজান মুসলমানদের কাছে আধ্যাত্মিক প্রতিফলন ও ভক্তির মাস। এই মাস তাদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তাঁরা।
বিশ্বের মুসলিম দেশগুলো চাঁদ দেখা কমিটির মাধ্যমে পবিত্র রমজান শুরু হওয়ার তারিখ ঘোষণা করে থাকেন। আরবি ১২ মাসের মধ্যে নবম মাস হলো রমজান। এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের মুসলিমরা। এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা।

এনটিভি অনলাইন ডেস্ক