বাইডেনের ৭৮ আদেশ বাতিল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বেশকিছু নির্বাহী পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তিনি জো বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ স্থগিত করেন।
এসব নির্বাহী আদেশে অভিবাসন ব্যবস্থা কঠোর করার পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার মতো বিষয় ছিল।
এর আগে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস।
এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের ওপর হাত রেখে শপথ পাঠ করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্ষমতায় বসা প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক