রোমে পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হয়েছে। এক সপ্তাহ আগে দুপক্ষের মধ্যে শুরু হওয়া প্রাথমিক আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করার পর দ্বিতীয় ধাপের এই আলোচনা শুরু হলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় রোমে এই আলোচনা শুরু হয় গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টায়। খবর এএফপির।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখানো হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোমে পৌঁছেছেন। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে তার।
এক সপ্তাহ আগে ওমানের মাস্কাটে ইরানের ভাষ্য অনুযায়ী দুপক্ষের ‘পরোক্ষ’ সংলাপের পর শুরু হলো এই আলোচনা। ২০১৮ সালে সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করে দেওয়ার পর এই প্রথম দুই শত্রুভাবাপন্ন দেশের মধ্যে এতো উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে যাচ্ছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালানো হচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের মাধ্যমে ‘সর্বোচ্চ চাপ’ প্রদানের চেষ্টা করে যাচ্ছেন। মার্চ মাসে ট্রাম্প এক চিঠির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনার আহ্বান জানান। পাশাপাশি তিনি হুঁশিয়ার করে দেন কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে দেশটির বিরুদ্ধে। এ বিষয়ে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তাড়াহুড়ো করছি না, আমি মনে করি ইরান আলোচনা করতে চায়।’
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তুলে বলেন, ইরান এই আলোচনাকে খুবই গুরুত্বে সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এ প্রসঙ্গে মস্কোতে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ‘যদিও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে, তবে শনিবারের আলোচনায় আমরা অংশগ্রহণ করবো।’