ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত চার শতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ। ছবি : এএফপি
দক্ষিণ ইরানে একটি বন্দরে শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জরুরি পরিষেবা প্রদানকারীদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ৪০৬ জন আহত হয়েছেন। শত শত মানুষকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।