প্রবল বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত দিল্লি, নিহত ৪

প্রবল ঝড় ও বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকা (এনসিআর)। দুর্যোগের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই সঙ্গে, তীব্র বাতাসের কারণে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারী ও তার তিন সন্তান প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এয়ার ইন্ডিয়া তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছে, ‘দিল্লি থেকে আসা এবং দিল্লিতে অবতরণ করা আমাদের কিছু ফ্লাইট বিলম্বিত হচ্ছে, যা আমাদের সামগ্রিক ফ্লাইট সূচিকে প্রভাবিত করতে পারে। আমরা এই ব্যাঘাত কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

অন্যদিকে, প্রবল ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে দিল্লির ১৫ থেকে ২০টি ট্রেনও দেরিতে চলছে। এতে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এছাড়া বারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লি জুড়ে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গত তিন ঘণ্টায় সফদরজং আবহাওয়া কেন্দ্রে ৭৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ শনিবার (৩ মে) পর্যন্ত রাজধানীতে সতর্কতা জারি করেছে।