প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : শাহবাজ শরিফ

ভারতের সাম্প্রতিক হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় বুধবার (৭ মে) রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট) টেলিভিশনে প্রচারিত এই ভাষণে ভারতের হামলার তীব্র নিন্দা জানান এবং এর ‘প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার ভাষণে বলেন, ‘গত রাতে ভারত পাকিস্তানে হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে।’
শাহবাজ শরিফ আরও বলেন, ‘ভারত ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’
পাকিস্তানের বিমানবাহিনী তাদের আকাশসীমা রক্ষা করেছে উল্লেখ করে (ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি, যা দিল্লি এখনও নিশ্চিত করেনি) শাহবাজ শরিফ বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকে তাদের একটি জবাব।’
ভারতের হামলায় নারী-শিশুসহ ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাও তুলে ধরেন। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন, ‘আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন, আমি প্রতিজ্ঞা করছি, এই ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে।’
শাহবাজ শরিফ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করে বলেন, পাকিস্তান গত রাতেই দেখিয়েছে তারা পাল্টা আঘাত হানতে সক্ষম। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এক ঘণ্টারও বেশি সময় ধরে ‘অবিরাম লড়াই’ চলেছে এবং পাকিস্তানি সেনারা সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবিলা করেছে।

গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না দাবি করে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা অভিযোগে তার দেশকে অভিযুক্ত করা হয়েছে। তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শেষ অংশে শাহবাজ শরিফ বলেন, ‘আমার পাকিস্তানি ভাই ও বোনেরা, আপনাদের এবং দেশের নিরাপত্তার জন্য, আমাদের সেনাবাহিনী ও জনগণ সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। আমরা অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং বিজয় অর্জন করব।’
দেশের সুরক্ষার জন্য তিনি জনগণের সাহস কামনা করেন এবং আশা প্রকাশ করেন, সত্যের পথে লড়াই করার কারণে সৃষ্টিকর্তা সর্বদা তাদের সহায় হবেন।