যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি : মার্কিন নৌবাহিনী
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে একটি মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দেশটির নৌবাহিনী এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
বিবৃতিতে জানানো হয়েছে, স্বস্তির খবর হলো, বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর ছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। এই ভিএফ-১২৫ একটি প্রশিক্ষণ স্কোয়াড্রন, যার কাজ হলো পাইলট ও বিমান কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।

নেভাল এয়ার স্টেশন লেমুর মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।