গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হামাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২২ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানের জন্য নতুন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হামাস। মধ্যস্থতাকারীদের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। সোমবার (১৮ আগস্ট) সংগঠনটির একজন জ্যেষ্ঠ সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
মধ্যস্থতাকারী হিসেবে মিশর ও কাতার যুদ্ধ থামাতে কাজ করছে। তাদেরকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ সংঘাতের একটি স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করছে তারা।
জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বাসেম নাইম ফেসবুকে বলেন, হামাস মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাবে সম্মত হয়ে তার প্রতিক্রিয়া জমা দিয়েছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাদের জনগণের ওপর এই যুদ্ধের আগুন নিভিয়ে দেন।
হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সংগঠনটি কোনো সংশোধনের অনুরোধ ছাড়াই প্রস্তাবটি গ্রহণ করেছে।
মিশর জানিয়েছে, তারা ও কাতার নতুন প্রস্তাবটি ইসরায়েলের কাছে পাঠিয়েছে। তবে ইসরায়েল এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরার প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতি, আংশিক জিম্মি মুক্তি, কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি ও গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
এই প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর ও এর কাছাকাছি শরণার্থী শিবিরগুলোতে যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েলের এই সিদ্ধান্তের আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা ও অভ্যন্তরীণ বিরোধিতারও সৃষ্টি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক