ট্রাম্প-নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি

গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর মোদি বৃহস্পতিবার (৯ অক্টােবর) এই বার্তা পাঠান। খবর এএফপির।
মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমার বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি।”
এই চুক্তিটি মিশরে স্বাক্ষরিত হয়েছে, যা ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অংশ। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েল-গাজা যুদ্ধে দুই বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো।
চুক্তি অনুযায়ী, গাজায় থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ইসরায়েলে আটক শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে যুদ্ধবিরতি কার্যকর হবে।
মোদি আরেকটি পোস্টে জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আমরা গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছি।”
মোদি আরও জানান, তিনি ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনার অগ্রগতিও পর্যালোচনা করেছেন। ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছিল।

তবে মোদি বলেছেন, “আমরা আসন্ন সপ্তাহগুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখব।”
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে, কারণ যুক্তরাষ্ট্রের মতে এই অর্থ রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে।
ভারত ঐতিহ্যগতভাবে ইসরায়েলের মিত্র হলেও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ দুই রাষ্ট্র সমাধানের পক্ষেই অবস্থান জানিয়ে আসছে।