যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজা সিটির শুজাইয়া এলাকায় পাঁচজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ হত্যার কথা স্বীকার করলেও তারা দাবি করেছে, এই ব্যক্তিরা যুদ্ধবিরতির নিয়ম ভেঙে তাদের সৈন্যদের দিকে এগিয়ে আসছিল। খবর এবিসি নিউজ ও আলজাজিরা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘ইয়েলো লাইন’ (নিরাপদ অঞ্চল) অতিক্রম করে উত্তর গাজা উপত্যকায় কাজ করা আইডিএফ সৈন্যদের দিকে বেশ কয়েকজন সন্দেহভাজন এগিয়ে যাচ্ছিল, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

আইডিএফ আরও দাবি করে, গাজা সিটির পূর্ব শেজাইয়া পাড়ায় পাঁচজন তাদের বাহিনীর দিকে এগিয়ে আসে। ওই পাঁচজনকে দূরে সরিয়ে দেওয়ার একাধিক প্রচেষ্টা সত্ত্বেও তা মানতে অস্বীকার করায় সৈন্যরা গুলি চালাতে বাধ্য হয়।

তবে, ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র আইডিএফ-এর এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি এবিসি নিউজকে বলেছেন, এই পাঁচজন নিরাপদ-জোনে নিহত হয়েছেন। যা ইসরায়েলি কর্তৃপক্ষের দাবিকে মিথ্যা প্রমাণ করে।