সাত ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা
জনসংখ্যার বিচারে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী ঢাকা। এই শহরে ৩৬ দশমিক ৬ মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বসবাস করছে। বিশ্বের বৃহত্তম শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১ দশমিক ৯ মিলিয়ন (৪ কোটি ১৯ লাখ)।
জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।
আরও পড়ুন : ১২ দেশের নাগরিকদের ‘সুরক্ষা মর্যাদা’ বাতিল করলেন ট্রাম্প
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ২০০৯ সালে নবম অবস্থানে ছিল। সেখান থেকে লাফিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাপানের রাজধানী টোকিও (৩৩ দশমিক ৪ মিলিয়ন) তৃতীয় স্থানে নেমে গেছে।
প্রতিবেদনে ঢাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে ঢাকা।
আরও পড়ুন : প্রতি ১০ মিনিটে একজন নারী আপনজনের হাতে খুন হন : জাতিসংঘ
জাতিসংঘের মতে, বর্তমানে পৃথিবীতে ১০ মিলিয়নের বেশি জনবসতিপূর্ণ মেগাসিটির সংখ্যা বেড়ে ৩৩টিতে দাঁড়িয়েছে। শীর্ষ দশটি মেগাসিটির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত, যার মধ্যে ভারতের নয়াদিল্লি (৩০ দশমিক ২ মিলিয়ন), চীনের সাংহাই (২৯ দশমিক ৬ মিলিয়ন) ও ভারতের কলকাতা (২২ দশমিক ৫ মিলিয়ন) অন্যতম।

এনটিভি অনলাইন ডেস্ক