ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ দুর্নীতি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দীর্ঘ শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক শাহরুক আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত উভয়কে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানাও করেছেন। খবর জিও নিউজের।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে সৌদি আরবে এক সরকারি সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে পাওয়া একটি অতি মূল্যবান বুলগারি জুয়েলারি সেট নিয়ম বহির্ভূতভাবে কম মূল্যে নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। আদালত ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা ও ৩৪ ধারার অধীনে বিশ্বাসভঙ্গের দায়ে ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে আরও ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।
রায়ে উল্লেখ করা হয়েছে, ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী হওয়ার বিষয়টি বিবেচনা করে তাদের প্রতি তুলনামূলক ‘নমনীয়’ দৃষ্টি রাখা হয়েছে।
ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দি আছেন এবং তার স্ত্রী বুশরা বিবিও এই মামলায় দণ্ডিত হয়ে কারান্তরীণ রয়েছেন। এর আগে গত এপ্রিলে প্রথম তোশাখানা মামলায় তাদের ১৪ বছরের সাজা স্থগিত করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে নতুন এই তোশাখানা-২ মামলার রায় ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
ইমরান ও বুশরার আইনজীবী দল জানিয়েছেন, তারা এই রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক