তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৭ মিনিটে তাইতুং কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর আগে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন ভূমিকম্পটির মাত্রা ৬.১ বলে ধারণা করেছিল।
ন্যাশনাল ফায়ার এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দ্বীপটির পরিবহণ নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ভূমিকম্পের প্রভাব রাজধানী তাইপেসহ উত্তরের এলাকাগুলোতেও অনুভূত হয়েছে। সেখানে কিছু ভবন কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, তাইতুংয়ের কিছু সুপারমার্কেটের তাক থেকে পণ্য নিচে পড়ে ভেঙে যাচ্ছে।
ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দ্বীপটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ইউএসজিএস-এর মতে, এটি বিশ্বের সবচেয়ে ভূকম্পন-সক্রিয় এলাকাগুলোর একটি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)