হাসপাতালে ভর্তি গোবিন্দ
বলিউডের খারাপ সময় চলছে! বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে উদ্বিগ্ন অনুরাগীরা। গত দু‘দিনে একাধিকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। বুধবার সকালে ফের চিন্তার ভাঁজ সিনেপ্রেমীদের কপালে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ।
আজ বুধবার মুম্বাইয়ের ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাড়িতেই জ্ঞান হারান ৬১ বছর বয়সী তারকা। এরপর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দাকে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল জানিয়েছেন, জরুরি বিভাগে নিয়ে যাওয়ার আগে অভিনেতা অস্বস্তি বোধ করছিলেন। গোবিন্দার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিতে গিয়ে তিনি বলেন, ‘ওনি দিশেহারা বোধ করছিলেন। সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা এখন নিউরো পরামর্শের রিপোর্ট এবং মতামতের জন্য অপেক্ষা করছি। তিনি এখন স্থিতিশীল।’
সুস্থ হয়ে ওঠা অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করার একদিন পরেই গোবিন্দকে হাসপাতালে ভর্তি করা হলো। একটি ভিডিওতে দেখা যায়, মুখে ভয়াবহ ভাব নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন বলিউডের হিরো নম্বর ১। যা চিন্তায় ফেলে অনুরাগীদের।
এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতা গত বছরের পহেলা অক্টোবর গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গিয়েছিল, তার লাইসেন্সধারী রিভলভারটি মিসফায়ার করেছিল, যার ফলে তার হাঁটুতে গুলি লেগেছিল।
গত কয়েক মাস ধরেই তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দাম্পত্যের টানাপোড়েন নিয়ে চর্চায় রয়েছেন গোবিন্দ। স্বামীর বিরুদ্ধে পরকীয়াসহ একাধিক অভিযোগ এনেছেন সুনীতা। মাঝে দু‘জনের ডিভোর্সের খবরও শোনা গিয়েছিল। পরে অবশ্য মিটমাট করে নেন দুজনে। কিন্তু হালে ফের সুনীতা বোমা ফাটিয়েছেন। এক মারাঠি অভিনেত্রী সঙ্গে গোবিন্দর সম্পর্ক নিয়ে সরব হয়েছেন তিনি। এর মাঝেই হাসপাতালে গোবিন্দ।

বিনোদন ডেস্ক