ইপিএলে গোল্ডেন গ্লাভস জিতলেন ডি গিয়া
দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জিতলেও লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। মৌসুম শেষের আগেই নিজের নামের পাশে ব্যক্তিগত এই খেতাবটি যোগ করলেন এই স্প্যানিশ তারকা।
চলতি আসরে সবচেয়ে বেশি ‘ক্লিন শিট’ রাখা গোলরক্ষক পেয়ে থাকেন এই পুরস্কার। গতকাল শনিবার (২০ মে) বোর্নমাউথকে ১-০ গোলে হারায় টেন হাগের শিষ্যরা। চলতি লিগে এই নিয়ে ১৭ ম্যাচে জাল অক্ষত রাখেন ডি গিয়া।
এর আগে ২০১৭-১৮ মৌসুমে চেলসি গোলকিপার থিবো কোর্তোয়া ও টটেনহামের হুগো লরিসকে টপকে প্রথমবার ইপিএলে সেরা গোলরক্ষকের পুরস্কার পান ডি গিয়া। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন এই স্প্যানিশ তারকা।
এবার ইপিএলে সেরা চারে থেকে লিগ শেষ করার চেষ্টায় আছে ম্যানইউ। এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। বাকি দুই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেলেই এরিক টেন হাগের দলের সেরা চারে থাকা নিশ্চিত হবে। তাহলেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হবে রেড ডেভিলসদের। লিগে দলের মোট ম্যাচের প্রায় অর্ধেকে গোল হজম না করে ইউনাইটেডকে সেরা চারের লড়াইয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৩২ বছর বয়সী গোলরক্ষক।