বিপিএলে রংপুরের ‘অপ্রতিরোধ্য’ যাত্রা

এবারের বিপিএলে সবচেয়ে পুরোনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বিপিএলে একবার শিরোপাও উঁচিয়ে ধরেছে তারা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও লাল-সবুজের পতাকা উড়িয়েছে। তবে দেশের মাটিতে সাফল্য পাচ্ছে না গত কয়েক আসরে। সামনে আরেকটি বিপিএল। এবার লক্ষ্য একই—শিরোপা পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যে কেমন হলো রংপুরের স্কোয়াড? শক্তি-দুর্বলতা কোথায়? সেসব বিশ্লেষণ থাকছে এনটিভি অনলাইনের পাঠকদের জন্য।পুরোনো...