নাফেকে ফিরিয়ে জুঁটি ভাঙলেন এবাদত

ফাইনালের মতো চাপের ম্যাচে কি দারুণভাবে জ্বলে উঠলেন চিটাগংয়ের দুই ব্যাটার খাজা নাফে ও পারভেজ হোসেন ইমন। আউট হওয়ার আগে নাফে খেলেন ৪৪ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস। এবাদতের বলে কাট করতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই পাকিস্তানি ব্যাটার। সবমিলিয়ে বড় সংগ্রহের পেছনে ছুটছে চিটাগংইমন-নাফের ফিফটি, বড় সংগ্রহের পথে চিটাগংমাঠের ক্রিকেটে ছিল রান উৎসব, দর্শকদের চাহিদা ছিল আকাশছোঁয়া, সমালোচনার...