বিদায়ের আগে বড় ক্ষতির মুখে এমবাপ্পে, নেপথ্যে খেলাইফি?
ঝামেলার সূচনা মৌসুমের শুরুতেই, যখন মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা দেন, তখনই বাঁধ সাধেন পিএসজি সভাপতি নাসের আল খেলাফি। ২৫ বছর বয়সী তারকাকে নতুন চুক্তির জন্য আহ্বান জানান তিনি। তবে, এমবাপে সেটিকে ফিরিয়ে দেন। এরপরই শুরু হয় দুজনের বিরোধ।
মূলত খেলাফি এমবাপের মতো বড় তারকাকে কোনো মতেই ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যেতে দিতে চান না। অন্যদিকে এমবাপ্পেও কোনো মতে নতুন চুক্তিতে রাজি না। ফলাফল দুজনের সম্পর্কে ধরে ফাটল। দুজন নাকি লম্বা সময় ধরে একে অন্যের সাথে কথাও বলছেন না। পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে যে ভিডিও বার্তা দেন এমবাপে, সেখানে সবাইকে ধন্যবাদ জানালেও একমাত্র খেলাইফির নাম নেননি তিনি।
তবে, এবার যা ঘটল তা ছাপিয়ে গেছে আগের সব ঘটনা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের দাবি, পিএসজি এমবাপ্পেকে তার এপ্রিল মাসের বেতন দেয়নি, এমনকি লয়ালিটি বোনাস হিসেবে তার পাওয়া বিশাল অর্থও নাকি তারা দিতে রাজি না। যা নিয়ে দুই পক্ষের মাঝে বেশ মনোমালিন্য চলছে। অর্থের পরিমাণটাও অবশ্য বিশাল। বেতন আর বোনাস মিলিয়ে ৮০ মিলিয়ন ইউরো এমবাপ্পেকে দিতে টাল-বাহানা শুরু করেছে পিএসজি।
অবশ্য, দুই বছর আগে হওয়া চুক্তি অনুযায়ী এমবাপ্পে তার চুক্তির মেয়াদ পুরোটা পিএসজিতে কাটালে তাকে লয়ালটি বোনাস হিসেবে বড় অঙ্কই দেওয়ার কথা। তবে সে অর্থ দিতে এখন পিএসজি অস্বীকৃতি জানাচ্ছে। সমাধানের জন্য দুই পক্ষের আইনজীবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
এমবাপ্পেকে পিএসজির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়। ক্লাবটির হয়ে গত সাত মৌসুমে ১৫টি শিরোপা জিতেছেন তিনি। এরমধ্যে চারটি ফ্রেঞ্চ কাপ রয়েছে। ছয়টি লিগ শিরোপা আছে। তবে সুযোগ থাকার পরও জিততে পারেননি স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ।