কৃষ্ণার অভিযোগের জবাবে যা বলল বাফুফে
বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন কৃষ্ণা রাণী সরকার। ছিলেন বলার কারণ, ২০২২ সাফের পর থেকে দলে নেই তিনি। সাফজয়ী দলের সদস্য কৃষ্ণা বড় ভূমিকা রেখেছিলেন দেশকে আন্তর্জাতিক গৌরব এনে দিতে। সাবিনা খাতুনের পর দলের সিনিয়র এই তারকা চোটে পড়ে মাঠের বাইরে।
দীর্ঘদিন চোটে ভুগলেও, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার দিকে নজর দেয়নি—এমন অভিযোগ তোলেন কৃষ্ণা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) একটি পোস্ট করেন তিনি। সেখানে কৃষ্ণা বলেন—‘২০২২ এ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে চোটে পড়ি। প্রায় দেড় বছর হয়ে গেছে। পা আগের চেয়ে ভালো। কিন্ত, এখনও পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারিনি। বাফুফের ফিজিও দিয়ে আমার চিকিৎসা চলছে। ব্যথা নিয়েই অনুশীলন করছি।’
কৃষ্ণা আরও যোগ করেন, ‘দেশে অনেক ডাক্তার দেখালেও কোনো কাজ হয়নি। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ চৌধুরীকে দেখাই। তিনি আমাকে অনেকদিন দেখেন। বলেছিলেন অস্ট্রেলিয়া বা ভারতে গিয়ে চিকিৎসা করাতে। যখন আমি বাফুফেকে জানাই, আমার কথার কোনো গুরুত্ব দেয়নি।’
কৃষ্ণার অভিযোগের জবাবে আজ বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন— ‘কৃষ্ণাকে নিয়ে বাংলাদেশে যত ধরনের ডাক্তার আছে, আমরা দেখিয়েছি। গতকালও আমাদের সাধারণ সম্পাদক তাকে বলেছে, প্রয়োজনে চিকিৎসার জন্য ভারতে যাও। খরচের ব্যাপারে আমাদের জানাও। আমি জানি না, চুক্তিতে থাকা একজন খেলোয়াড় এরপরেও কীভাবে এসব কথা বলতে পারে। চোটে থাকা কাউকে কিন্তু আমরা চুক্তিতে রাখি না। তাকে রাখা হয়েছে। মাসে ৫০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। তবুও, সে কেন বোকার মেতো ফেসবুকে এমন পোস্ট দিল, জানি না।’