কাজী সালাউদ্দিন কোথায়?
টানা এক মাস ব্যাপী আন্দোলন, বিক্ষোভ, রক্তক্ষয়ের পর তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের শাসনামলের অবসান ঘটেছে। শেখ হাসিনার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও।
গত সোমবার শেখ হাসিনার বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়-অফিস ভাঙচুর হয়। ধারাবাহিকভাবে ভাঙচুর হয় শেখ কামালের প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে। শেখ জামাল, কলাবাগান ক্লাবও ক্ষতিগ্রস্ত হয়।
দেশের অন্যতম ক্রীড়া সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনেও বিক্ষোভ হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলেন ফুটবল সমর্থকরা। গত সোমবার বাংলাদেশি ফুটবল আলট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে ২৪ ঘণ্টা আলটিমেটাম বেঁধে দিয়েছিল। এমনকি আলট্রাসের কয়েকজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন। তবুও সালাউদ্দিন পদত্যাগ না করায় গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে বাফুফে ভবন ঘেরাও করেন তারা।
কিন্তু এখন পর্যন্ত কাজী সালাউদ্দিনের ব্যাপারে কোনো সাড়া মেলেনি বাফুফে থেকে। এমনকি সালাউদ্দিন কোথায় আছেন সে ব্যাপারেও ধোঁয়াশায় ভক্তরা।
খবর নিয়ে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পর অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালালেও সালাউদ্দিন এখনও দেশেই আছেন। এখন পর্যন্ত দেশ ছেড়ে যাওয়ার কোনো খবর মিলেনে। দেশেই আত্মগোপনে আছেন সাবেক এই ফুটবলার। তবে, বাফুফে কার্যালয়ে তার দেখা মেলেনি।
আজ বুধবার যথারীতি অন্যান্য অফিসের মতো খোলা আছে বাফুফের কার্যালয়। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি বিভাগের দুই-একজন কর্মকর্তা যথারীতি অফিস করছেন। এমনকি বাফুফের সদর গেল খোলা রেখেই যথারীতি চলছে বাফুফের কার্যক্রম। তবে এখন পর্যন্ত সালাউদ্দিন পদত্যাগ করবেন কি না সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য মেলেনি!
এদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে বাফুফেতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন সমর্থকরা। এসব দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। ২০০৮ সালে প্রথম মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব নেন সালাউদ্দিন।
টানা ২০১২, ২০১৬ ও সর্বশেষ ২০২০ নির্বাচনে জয়ী হয়ে বাফুফেপ্রধানের চেয়ারে বসে আছেন সালাউদ্দিন। কিন্তু সাবেক এই ফুটবলারের অধীনে দেশের ফুটবলের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। উল্টো কিছু কিছু ক্ষেত্রে জৌলুশ হারিয়েছে দেশের ফুটবল।