এমবাপ্পেকে ছাড়াই ডার্বিতে মাঠে নামছে মাদ্রিদ
ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ মাদ্রিদ ডার্বি। স্পেনের মাদ্রিদ শহরের দুই ক্লাব রিয়াল ও অ্যাথলেটিকোর মুখোমুখি লড়াই পরিচিত মাদ্রিদ ডার্বি নামে। লা লিগায় চলতি মৌসুমে প্রথমবার ডার্বিতে মাঠে নামছে দুই মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এমন ম্যাচের আগে রিয়াল অবশ্য পাচ্ছে না কিলিয়ান এমবাপ্পেকে। চোটে পড়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ফরাসি তারকা। ফলে, দলের অন্যতম সেরা তারকাকে নামতে হচ্ছে লস ব্লাংকোদের। তাকে ছাড়াই মানিয়ে নেওয়ার কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পেকে ছাড়া মাঠে নামলে অবশ্যই অনেক কিছু পরিবর্তন হবে। এর সঙ্গে সবাইকে মানিয়ে নিতে হবে। তাকে ছাড়া আমাদের খেলার অভ্যাস আছে। গত মৌসুমে তো সে আমাদের দলে ছিল না। তবে, তার না থাকাটা অস্বস্তিকর। আশা করি, এমবাপ্পের অনুপস্থিতি কাটিয়ে উঠব।’
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে সবার ওপরে বার্সেলোনা। আট ম্যাচে ২১ পয়েন্ট ক্লাবটির। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট সাত ম্যাচে ১৭। রিয়ালের পরেই অবস্থান তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর। সাত ম্যাচে ডিয়েগো সিমিওনের শিষ্যদের পয়েন্ট ১৫। ম্যাচটি তাই দুই দলের জন্যই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ।