হংকংয়ের উদ্দেশে দেশ ছাড়ল ফুটবল দল

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল (৯ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। একদিন না পার হতেই আবার ফিরতি লেগের ম্যাচ খেলতে হংকংয়ে রওনা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন হামজা-শমিতরা।
হংকং সফরে যাচ্ছে বাংলাদেশের ৩৪ জনের কন্টিনজেন্ট। যেখানে গতকালের ম্যাচে অংশ নেওয়া ২৩ জন খেলোয়াড়ই আছেন। ব্যাংককে ট্রানজিট শেষে বাংলাদেশ দল রাত ১০টায় হংকং পৌঁছাবে এবং শনিবার থেকেই অনুশীলনে নামবে।
ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী হামজা, শমিত ও জায়ান আহমেদের ভিসা লাগেনি, তারা সরাসরি দলের সঙ্গে হংকং যাচ্ছেন। তবে ফ্লাইট ছাড়ার ঘণ্টা দেড়েক আগে ফাহমিদুল তার পাসপোর্ট পেয়েছেন। ফাহমিদুলের ইতালির পাসপোর্ট নেই শুধু বাংলাদেশি পাসপোর্ট থাকায় তার ভিসার প্রয়োজন ছিল। তাই ফাহমিদুলের ভিসা পেতে খানিকটা বিলম্ব হয়।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচ হারার প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘সবার মন খারাপ। সবাই কাল দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’
ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে শমিত-জামাল-ফাহমিদুল-জায়ানরা যখন বদলি নামেন তখন বাংলাদেশ ৩-১ গোলে পিছিয়ে। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেন তারা। একের পর এক আক্রমণে নাভিশ্বাস তুলে ফেলে হংকংয়ের। আদায় করে নেয় দুটি গোল। ম্যাচে ফেরায় সমতা।
অ্যাওয়ে ম্যাচে প্রথম থেকেই চারজন একসাথে খেলতে চান বলে জানান জামাল। তিনি বলেন, ‘আমি জায়ান, শমিত আর ফাহামিদুল যখন কাল ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি, যখন নামব খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজন প্রথম একাদশে খেলতে চাই।’
এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। প্রতিটি দলের এখনো তিনটি করে ম্যাচ বাকি। আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।