জন্মদিনের পার্টি করে মামলার মুখে ভিনিসিয়াস

প্রতিবেশীদের শান্তি বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে। রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করতে গিয়ে ঘটান রিয়াল মাদ্রিদের এই তারকা। স্থানীয় এক বাসিন্দা ভিনিসিয়াসের বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগটি দায়ের করেছেন। খবর গোল ডটকমের।
গত ১২ জুলাই ভিনিসিয়াসের জন্মদিন ছিল। সেই উপলক্ষে পার্টি অনুষ্ঠিত হয় ১৯ জুলাই থেকে ২১ জুলাই ভোর চারটা পর্যন্ত। অতিমাত্রায় শব্দ এবং হৈ-হুল্লোড়ের কারণে প্রতিবেশী ও স্থানীয়রা বিরক্ত হয়। যার ফলে এই আইনি জটিলতা সৃষ্টি হয়েছে।
মামলাকারীর দাবি, ভিনিসিয়াসের জন্মদিনের পার্টিতে আলোকসজ্জার তীব্র রশ্মি, শব্দযন্ত্রের উচ্চস্বর এবং চিৎকার-চেঁচামেচি সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে মিলিটারি পুলিশকে ডাকতে হয়েছিল। পুলিশ এসে ভিনিকে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করতে বা সাউন্ড কমাতে নির্দেশ দেয়।
সাময়িকভাবে মিলিটারি পুলিশের নির্দেশ মেনে নিলেও তারা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর আবারও আগের মতো উচ্চস্বরে গান বাজানো শুরু হয় জন্মদিনের উৎসবে। এই পরিস্থিতিতেই আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মামলাটি বর্তমানে ব্রাজিলের নবম বিশেষ আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, আগামী ৬ নভেম্বর এই মামলার শুনানি হবে। এ বিষয়ে ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ও গ্লোবো ভিনিসিয়াসের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, মামলার বিষয়ে তিনি এখনো কোনো নোটিশ পাননি।
ব্রাজিলের আইন অনুযায়ী, অন্যদের কাজে কিংবা শান্তিতে বিঘ্ন ঘটালে ১৫ দিন থেকে সর্বোচ্চ তিন মাস কারাবাসের শাস্তির পাশাপাশি জরিমানা হতে পারে। এই আইনে অভিযুক্ত হলে ভিনিসিয়াসকে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে।