সাইফ-সৌম্যর বিদায়ে মন্থর গতিতে এগোচ্ছে বাংলাদেশ
শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের শাসন করে দুরন্ত গতিতে ছুটেছেন সাইফ হাসান আর সৌম্য সরকার। সেঞ্চুরির আশাও দেখিয়েছিলেন দুজন। কিন্তু তারা ফিরতেই যেন বদলে গেল ব্যাটিংয়ের দৃশ্য। উইকেটে এসে হাসফাঁস করতে শুরু করেন নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। এরই মাঝে বিদায় নিয়েছেন হৃদয়ও। এসবের মাঝেও বড় রানের আশা এখনো বেঁচে আছে।
অনেকদিন পরে সেঞ্চুরির কাছে গিয়েছিলেন সৌম্য। কিন্তু নার্ভাস নাইন্টি পার করতে পারেননি তিনি। ফিরেছেন ৮৬ বলে ৯১ রান করে। ৭ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
এরপর উইকেটে এসে হাসফাঁস করতে থাকেন শান্ত আর হৃদয়। ৫ ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তারা। এরই মাঝে ৪৪ বলে ২৮ রান করে বিদায় নেন হৃদয়। শান্ত এগোতে থাকলেও বেশি দূর যাওয়া হয়নি তার। দুইবার লাইফ পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। তৃতীয়বার আলিক আথানেজের বলে ক্যাচ তুলে দিলে সেটিকে নিজেই তালু বন্দি করেন আথানেজ। শান্ত ফেরেন ৫৫ বলে ৪৪ রান করে।
৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান।
রেকর্ড গড়া জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ২৯২ রানের। ২০২০ সালে সিলেটের জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস মিলে গড়েছিলেন সেটি। সেটি ভাঙা প্রায় অসম্ভব হলেও আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে ভেঙেছেন ২৬ বছরের পুরোনো রেকর্ড।
১৯৯৯ সালে শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন মিলে জাতীয় স্টেডিয়াম ঢাকায় গড়েছিলেন ১৭০ রানের জুটি। সেটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য-সাইফ মিলে গড়েছেন ১৭৬ রানের জুটি। ২৫.২ ওভারে দুজনের গড়া জুটি বাংলাদেশের ওপেনিংয়ে মিরপুরে সর্বোচ্চ।
৭২ বলে সমান ৬টি করে চার ও ছক্কায় ৮০ রান করে সাইফ আউট হন। রোস্টন চেজের বলে লং অনে ক্যাচ নেন জাস্টিন গ্রিভস।
উইন্ডিজ বোলারদের শাসিয়ে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনারের ব্যাটিং দেখে বোঝার উপায়ই নেই এই উইকেটেই আগের দুটি ম্যাচ লো স্কোরিং হয়েছে। আজকের ম্যাচে ব্যাটাররা নয় বরং বোলারাই চাপে পড়ে গেছে। ক্যারিবীয় স্পিনারদের বিপক্ষে আজ ম্যাচের শুরু থেকেই হাত খুলে খেলছেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।
পাওয়ার প্লেতে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভার শেষে কোন উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান। ১৬ ওভারের আগে দলীয় সংগ্রহ ১০০ পার হয় কোনো উইকেট না হারিয়েই। ইতোমধ্যে ফিফটি পূর্ণ করেছেন দুই ওপেনারই।
বাংলাদেশর দুই ওপেনার আজ শুরু থেকেই টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করছেন। আকিল হোসেনের করা প্রথম ওভারে দুটি বাউন্ডারি তুলে নেন সাইফ। এরপর দ্বিতীয় ওভারে রোস্টন চেজের ওভার মেডেন গেলেও এরপর থেকে রানের চাকা সচল রাখার চেষ্টা করে গেছেন সৌম্য-সাইফ। অষ্টম ওভারে রোস্টন চেজের বলে ২ ছক্কাও ১ চারে সর্বোচ্চ ১৭ রান তুলেছেন এই দুই ওপেনার।
প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ের ব্যর্থতা কাটিয়ে আজ শুরু থেকেই আগ্রাসী মেজাজে টাইগার ওপেনাররা। সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এর আগে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচটিতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সিরিজ জয়ের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
আজ দুদলই তাদের একাদশে কোন পরিবর্তন আনেনি। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক