নেইমারকে দলে ফিরতে যে টোটকা দিলেন আনচেলত্তি
চোট আর নেইমার-যেন একে অপরের পরিপূরক। গত কয়েক বছরের চিত্র এমনটাই। একের পর চোটে জর্জরিত হচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। চোটের কারণে মাঠের চেয়ে বরং মাঠের বাইরেই থাকতে হচ্ছে বেশি সময়।
টুকটাক ক্লাবের হয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়ানো হয় না বছর দুয়েক হলো। যখনই চোট কাটিয়ে মাঠে ফেরেন তখনই আবারও চোট হানা দেয় নেইমারকে।
আগামী বছর মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের বৈশ্বিক লড়াই বিশ্বকাপ। হয়ত এটাই নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু সেখানেও মাঠে নামতে পারবেন কি-না সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়।
ব্রাজিলের ডাগআউট সামলাচ্ছেন এখন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের কোচ এবার নেইমারকে টোটকা দিলেন জাতীয় দলে ফেরার।
চলতি মাসে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দলের বিপক্ষেও স্কোয়াডে ডাক পাননি নেইমার। তাকে ছাড়া চতুর্থবার ল ঘোষণা করেছেন আনচেলত্তি।
নেইমারকে ছাড়া দল ঘোষণার ব্যাপারে প্রশ্ন শুনতেই ব্রাজিলের ইতালিয়ান কোচ বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ (হাসি), নেইমারকে নিয়ে (এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি)। কিন্তু এটা স্বাভাবিক, কারণ সে ব্রাজিলিয়ান ফুটবলের লিজেন্ড। তাই এটা স্বাভাবিক।’
আনচেলত্তি বলেন, ‘আমি জানি সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরুক। সিবিএফ, কোচ, টেকনিক্যাল স্টাফরাও আশা করে নেইমার তার সেরা পর্যায়ে ফিরবে। কিন্তু সত্যিটা হলো আজকালের ফুটবল অনেক কিছু দাবি করে। শুধু প্রতিভা নয়, শারীরিক অবস্থাও, তীব্রতা... আশা করি নেইমার তার সেরা পর্যায়ে থাকবে।’
নেইমার শারীরিকভাবে কতটা ফিট হতে পারবেন সেটি বড় প্রশ্নের বিষয়। তার ওপর বর্তমানে ব্রাজিলে একাধিক উইঙ্গার রয়েছে। যেখানে রদ্রিগো, ভিনিসিয়াস, এস্তেভাওদের মতো গতি সম্পন্ন তারকারা খেলছেন সেই প্রতিষ্ঠানে। তাই নেইমারকে ভিন্ন পজিশন দেখালেন আনচেলত্তি।
ব্রাজিলের ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি মনে করি তার আরও বেশি সেন্ট্রালি খেলা উচিত, উইঙ্গার হিসেবে নয়। কারণ বর্তমান ফুটবলে উইঙ্গাররা এমন খেলোয়াড়, যাদেরকে ডিফেন্সিভ খেলাও খেলতে হয়। যখন আপনি সেন্ট্রালি খেলবেন, তখন সেই কাজটা কমে যাবে। আমিও ভাবি, একজন খুব প্রতিভাবান খেলোয়াড়, যে কি না গোলের কাছে থাকে, সে অনেক বেশি গোলের সুযোগ পায়। (ফলস নাইন) হতে পারে তার জন্য আদর্শ জায়গা।’
এই পজিশনে মানিয়ে নিতে নেইমারের হাতেও খুব একটা সময় নেই। আগামী মার্চে আবার মাঠে নামবে ব্রাজিল। এই সময়ের মধ্যে ফিট থেকে আনচেলত্তির দেখানো পজিশনে কতটা নিজেকে মানিয়ে নিতে পারেন নেইমার, সেটিই দেখার অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক