মেসিকে দুঃসংবাদ দিলো বার্সেলোনা
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ক্যারিয়ারের সেরা সময়গুলো কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। ক্লাবটিকে যেন আপন করে নিয়েছিলেন তিনি। লম্বা সময় ১২০ গজের মাঠে লড়াই করেছেন কাতালুনিয়াদের হয়ে। বিদায় বেলায় তিক্ত অভিজ্ঞতা নিয়েই ক্লাব ছাড়তে হয়েছে মেসিকে।
যাওয়ার সময় চোখের পানি ফেলে গেলেও বার্সেলোনার প্রতি ভালোবাসা কমেনি এখনো। মেসির প্রতি ক্লাবের সমর্থকদের ভালোবাসাও কমেনি। অনেকেই আরও একবার মেসিকে বার্সেলোনার জার্সিতে দেখতে চান। কিন্তু ৩৮ বছরে পা দেওয়া মেসির পক্ষে কি সেটি আর সম্ভব হবে?
এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি জানালেন, খেলোয়াড় হিসেবে মেসির ফেরা এখন ‘বাস্তবসম্মত নয়’। কাতালুনিয়া রেডিওকে লাপোর্তা বলেন, ‘মেসির চলে যাওয়াটা আমরা যেমনভাবে চেয়েছিলাম, তেমন হয়নি। তবে আমি এমন কোনো গুজব ছড়াতে চাই না যা বাস্তবে সম্ভব নয়।’
গত রোববার স্পেনে আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দেওয়ার আগে আচমকা মেসিকে স্পটিফাই ন্যু ক্যাম্পে দেখা যায়। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে বার্সা ছাড়ার পর এই প্রথম ন্যু ক্যাম্পে পা রাখেন মেসি। ইন্টার মায়ামি ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে নিয়ে পুরোনো মাঠে যান ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।
এরপর স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, তিনি একদিন সপরিবারে বার্সেলোনায় ফিরতে চান। তবে ক্লাব প্রেসিডেন্ট আচমকা এমন মেসির ন্যু ক্যাম্পে আসা সবার মতো লাপোর্তাকেও বিস্মিত করেছে। বার্সলোনার জার্সিতে মেসিকে না ফেরালেও তার সম্মানে একটি ম্যাচ আয়োজনের কথা জানালেন লাপোর্তা।
লাপোর্তা বলেন, ‘আমি জানতাম না সে আসছে, কিন্তু ন্যু ক্যাম্প তার বাড়ি। তারা আমাকে বলেছে কী হয়েছিল। এটা দারুণ। সে রাতের খাবার শেষ করে কিছু বন্ধুদের নিয়ে এসেছিল। এটা একটি স্বতঃস্ফূর্ত আচরণ, যেটা বার্সার চেতনার সঙ্গে যায়।’
২০ বছরের বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে মেসি খেলেছেন ৭৭৮ ম্যাচ, করেছেন ৬৭২ গোল, জিতেছেন ৩৪টি ট্রফি—এর মধ্যে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ।
২০২১ সালে বাধ্য হয়ে পিএসজিতে যোগ দেন মেসি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। নতুন চুক্তি অনুযায়ী সেখানে ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা তার।

স্পোর্টস ডেস্ক