শেষ ম্যাচে সহজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারাল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাট টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের কোনো সুযোগ ছিল না। তবে শেষ ম্যাচ জিতলে সমতা নিয়ে ফিরতে পারতো। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও রাখতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।
ডানেডিনে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়ে ৩–১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২৬ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন : নিরাপত্তা শঙ্কায় দল, তবুও পাকিস্তান ছাড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসএলসি’র
ম্যাচের শুরুটা হয়েছিল ঝড়োভাবে—প্রথম বলেই ছক্কা হাঁকান শাই হোপ। তবে শুরুর ঝড়টা আর স্থায়ী হয়নি। পেসার জ্যাকব ডাফির তাণ্ডবে দ্রুত ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং। মাত্র ২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
এরপর রোস্টন চেজ ৩৮ ও রোমারিও শেফার্ড ২২ বলে ৩৬ রান করে দলকে ১৪০ রানে নিয়ে যান। এছাড়া বাকি কেউই দাঁড়াতে পারেননি কিউই বোলারদের সামনে। ৪ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডাফি। তিনিই ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরাও।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড পায় দারুণ সূচনা। ওপেনার টিম রবিনসন ২৪ বলে ৪৫ ও ডেভন কনওয়ে ৪২ বলে অপরাজিত ৪৭ রান করেন। তিনে নামা রাচিন রবীন্দ্র করেন ২১ রান। এতে ১৫.৪ ওভারেই ৮ উইকেটের সহজ জয় পায় মিচেল স্যান্টনারের দল।
এই মাঠে এটি নিউজিল্যান্ডের টানা ১৮তম জয়—যেখানে তারা কখনো হারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভেন্যুতে কোনো দলের জন্য এটি সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ রানে, তবে পরের ম্যাচগুলোতে ছন্দ হারায়। এবার দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ রোববার, পরের দুই ম্যাচ নেপিয়ার ও হ্যামিল্টনে।
আরও পড়ুন : বিপিএল নিলামের নতুন সময় জানালো বিসিবি
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৪ ওভারে ১৪০ (হোপ ১১, আথানেজ ১, আকিম ৮, চেজ ৩৮, রাদারফোর্ড ০, পাওয়েল ১১, হোল্ডার ২০, শেফার্ড ৩৬, ফোর্ড ০, স্প্রিঙ্গার ৯*, সিলস ০; ডাফি ৪-০-৩৫-৪, জেমিসন ২-০-১৩-১, নিশাম ৩.৪-০-৩১-২ ব্রেসওয়েল ২-০-১৪-১, সোধি ৪-০-২৯-১, স্যান্টনার ৩-০-১৬-১)।
নিউজিল্যান্ড: ১৫.৪ ওভারে ১৪১/২ (রবিনসন ৪৫, কনওয়ে ৪৭*, রবীন্দ্র ২১, চ্যাপম্যান ২১*; ফোর্ড ৩-০-১৭-০, সিলস ৩-০-৪১-০, হোল্ডার ২-০-২৩-০, চেজ ৩-০-২৮-০, শেফার্ড ২.৪-০-২১-১, স্প্রিঙ্গার ২-০-৮-০)।
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জ্যাকব ডাফি।
সিরিজ সেরা : জ্যাকব ডাফি।
সিরিজ: নিউজিল্যান্ড ৩-১ ব্যবধানে জয়ী।

স্পোর্টস ডেস্ক