ঢাকা টেস্ট
নতুন রেকর্ডে মুমিনুলের পাশে মুশফিক
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের হয়ে শততম টেস্টে শতরানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ে কিংবদন্তিদের কাতারে নাম লেখিয়েছেন তিনি। সেঞ্চুরি তুলে নিয়ে দেশের ক্রিকেটেও এক নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন মি. ডিপেন্ডেবল। বাংলাদেশের হয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকের শতরানের ইনংসটি ছিল তার ক্যারিয়ারের ১৩ তম টেস্ট সেঞ্চুরি। তার আগে বাংলাদেশের হয়ে ১৩টি সেঞ্চুরি করেছেন একমাত্র মুমিনুল হক।
টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শতরানের ইনিংস খেলার পর সেটিকে আর বেশিদূর টানতে পারেননি মি. ডিপেন্ডেবল। দ্বিতীয় দিনের নবম ওভারেই হামিফ্রিসের বলে বলবার্নির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফিরেছেন মুশফিক। ২১৪ বলে ৫ চারে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন: মুশফিকের ১০০-তে ১০০
আউট হওয়ার আগে লিটন দাসের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন মুশফিক। যেটি টেস্টে তাদের সপ্তম শতরানের জুটি, যা লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ।
মুশফিক আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তার সঙ্গে হাত মিলিয়ে অভিবাদন জানান।
আরও পড়ুন : শততম টেস্টে শতক হাঁকিয়েই ফিরলেন মুশফিক
এর আগে গতকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিককে ঢাকা টেস্টের প্রথম দিনের সকালে দেওয়া হয়েছে সম্মাননা। সেখানে মুশফিকের পরিবারের সঙ্গে সাবেক ও বর্তমান খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফরাও উপস্থিত ছিলেন।

স্পোর্টস ডেস্ক