ইতিহাসগড়া ‘দুই দিনের’ টেস্টে শেষ হাসি অস্ট্রেলিয়ার
পার্থে শুক্রবার শুরু হয়েছিল অ্যাশেজের প্রথম টেস্ট। পার্থে আজ শনিবার (২২ নভেম্বর) শেষ হয়েছে প্রথম টেস্ট। দুই দিনেই শেষ ম্যাচ। এবারের অ্যাশেজের শুরুতেই দর্শক সাক্ষী হয়েছে ইতিহাসের। সেখানে শেষ হাসি অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। অ্যাশেজের ইতিহাসে দুই দিনের মধ্যে কোনো দল টেস্ট হারল ১০৪ বছর পর। ১৯২১ সালের মে মাসে নটিংহামে দুই দিনে জিতেছিল অস্ট্রেলিয়াই, সেটি ছিল ১০ উইকেটে।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়১৭২ রানে। অস্ট্রেলিয়ার গুটিয়ে যায় ১৩২ রানে। ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড এবার অলআউট হয় ১৬৪ রানে। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৫ রান। ট্রাভিস হেডের ঝড়ে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অসিরা।
পার্থ টেস্টের প্রথম দিনেই দর্শকরা সাক্ষী হয়েছিল ইতিহাসের। দুদল মিলে প্রথম দিনেই ১৯ উইকেট হারিয়েছে এবং সবগুলো উইকেটই পেয়েছেন পেসাররা। অ্যাশেজে টেস্টের প্রথম দিনে ১৯ উইকেট পড়ার ঘটনা এর আগে শেষবার দেখা যায় ১৯০৯ সালে।
দ্বিতীয় দিনেও দর্শক দেখেছে আরেক রেকর্ড—হেডের ঝড়ো ব্যাটিং! রান তাড়ায় ওপেনিংয়ে নামেন সাদা পোশাকে অস্ট্রেলিয়ার ‘অনিয়মিত’ ওপেনার। নেমেই করেছেন কেল্লাফতে। শুরুতে রয়েসয়ে খেলা হেড সেঞ্চুরি তুলে নেন ৬৯ বলে। টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়ায় এটিই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। শেষ পর্যন্ত তিনি আউট হন ৮৩ বলে ১৬টি চার ও চারটি ছক্কায় ১২৩ রানের অসাধারণ ইনিংস খেলে।
বোলারদের স্বর্গে পরিণত হওয়া পার্থে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট (প্রথম ইনিংসে ৭টি, দ্বিতীয় ইনিংসে ৩টি) শিকার করেন অসি পেসার মিচেল স্টার্ক।

স্পোর্টস ডেস্ক