বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দুঃসংবাদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি আসরেই আধিক্য দেখা যায় পাকিস্তান আর শ্রীলঙ্কার ক্রিকেটারদের। আসন্ন আসরেও সেটির ব্যতিক্রম হচ্ছে না। বিদেশি কোটায় ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে পাখির চোখ করেছে পাকিস্তানে। নিলামের আগে পরে মিলিয়ে বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলোকে। পাকিস্তানি ক্রিকেটারদের পুরোআসর পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের বরাত দিয়ে ক্রিকেবাজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পাকিস্তানের ক্রিকেটাররা পুরো আসর খেলতে পারবেন না। ফলে বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে দলগুলো।
সূচি অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। এরপর ফাইনাল মাঠে গড়াবে ২৩ জানুয়ারি। বিপিএলের এই সূচির মাঝেই দুটি আন্তর্জাতিক সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছরের ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে তারা। বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কায় ক্যাম্পও করার কথা রয়েছে ম্যান ইন গ্রিনদের।
ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এটা ঠিক নয় যে আমরা এনওসি (ছাড়পত্র) দিচ্ছি না। যারা আবেদন করেছে, আমরা তা প্রক্রিয়ায় রেখেছি। কারা এনওসি পাবে আর কারা পাবে না, তা বিবেচনায় দেখা হচ্ছে। জাতীয় (দলের) দায়িত্ব থাকলে অবশ্যই সেটাই অগ্রাধিকার পাবে। বিশ্বজুড়েই এ নিয়ম মানা হয়।’

স্পোর্টস ডেস্ক