আফ্রিদির মুখে তালেবানের ভূয়সী প্রশংসা (ভিডিওসহ)
দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান বাহিনী। পার্শ্ববর্তী দেশে তালেবান শাসন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। তালেবানের প্রতি সমর্থন জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তালেবানের প্রশংসা করা নিয়ে আফ্রিদির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত সর্বপ্রথম ভিডিওটি তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।
ওই ভিডিও ক্লিপে আফ্রিদিকে বলতে শোনা গেছে, ‘তালেবান ক্ষমতায় এসেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা নারীদের কাজ করতে দিচ্ছে। তারা নারীদের রাজনীতিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে...এবং আমি বিশ্বাস করি তালেবান ক্রিকেট খুব পছন্দ করে।’
এদিকে, তালেবান বাহিনীকে সমর্থন করায় শহীদ আফ্রিদির ওপর চটেছেন সাংবাদিক নায়লা ইনায়েত। ভিডিও ক্লিপের সঙ্গে আফ্রিদির বক্তব্যের অংশটি স্ট্যাটাসে তুলে ধরে নায়লা লিখেছেন— ‘আফ্রিদিকে তালেবানের পরবর্তী প্রধানমন্ত্রী করা উচিত।’
আফ্রিদির আগে আরেক সাবেক ক্রিকেটার, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও বেশ কয়েক বারই তালেবানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন।