ইরানে মধ্যরাতের ভূমিকম্পে চারজনের প্রাণহানি
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ভূমিকম্পে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৭০ জন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইরানের আরদাবিল শহর থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মধ্যরাতের ভূকম্পনে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে। ভূমিকম্পের ফলে আরদাবিলের আশপাশসহ ইরানের অন্যান্য শহরেও ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
প্রায় দুই কোটি মানুষ ভূমিকম্পটির আওতায় ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সেসিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার নিচে ছিল বলে জানা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক