চীনে উড়োজাহাজ বিধ্বস্ত, তদন্তের নির্দেশ শি জিনপিংয়ের
চীনের গুয়াংঝি অঞ্চলে ১৩২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউ হয়তো বেঁচে নেই। এ ঘটনার পরপরই প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর কিংবা কিভাবে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
নিরাপত্তা ও সুরক্ষার দিক দিয়ে চীনের এয়ারলাইনসগুলো এগিয়ে রয়েছে। ১২ বছর আগে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল দেশটিতে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি গুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছেন ছয়শ উদ্ধারকর্মী। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।