টেক্সাসে অভিবাসী কেন্দ্রের বাইরে গাড়ির ধাক্কায় নিহত ৭
যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণে একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে একটি বাস স্টপেজে অপেক্ষমান মানুষের ওপর গাড়ি উঠে পড়লে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৭ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটিকে আপাতত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করলেও একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, চালক দ্রুতগতিতে অপেক্ষামান দলের ওপর গাড়ি উঠিয়ে দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল এএফপিকে বলেন, ‘রাজ্যের সবচেয়ে দক্ষিণ প্রান্তের সীমান্ত শহর ব্রাউন্সভিলে সকাল সাড়ে ৮টায় চালক সিগনাল উপেক্ষা করে মানুষের ওপর ধূসর রঙয়ের স্পোর্ট ইউটিলিটি গাড়িটি উঠিয়ে দেয়। এতে সাতজন মারা গেছেন এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বাহুতে আঘাতপ্রাপ্ত লুইস হেরেরা এএফপিকে বলেন, ‘হঠাৎ করে এ দুর্ঘটনা ঘটে। একজন নারী একটি গাড়িতে চড়ে এসে আমাদের রাস্তা থেকে সরে যেতে সতর্ক করেছিল।’