তুরস্ক-সিরিয়ার বাতাসে লাশের গন্ধ, মৃত বেড়ে প্রায় ৩০ হাজার
তুরস্ক ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতার মধ্য দিয়ে চলতে থাকা উদ্ধারকাজে ধ্বংসস্তুপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে আহতদের। এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাতাসে ছড়িয়ে পড়েছে মরদেহের গন্ধ।
এই বিপর্যয়ে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬১৭, আর সিরিয়ায় মারা গেছেন চার হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। সব মিলে সাত দশমিক ৮ মাত্রার ভয়ঙ্কর এই ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পের পর সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়ে পড়তে পারে এবং তুরস্ক ও সিরিয়ায় এই মুহূর্তে ৯ লাখ মানুষের জন্য গরম খাবার প্রয়োজন।
অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উপদ্রুত এলাকায় মানবিক সহায়তা সামগ্রী পাঠাতে অনুমোদন দিয়েছে সিরিয়ার সরকার।
তুরস্ক জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সাহায্য সামগ্রী পাঠাতে তারা দেশের সীমান্তবর্তী এলাকার দুটি নতুন রুট খুলে দিতে কাজ করছে।