নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩১ জন নিহত
নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। বার্ষিক ‘বিনামূল্যে কেনাকাটা’ শীর্ষক একটি দাতব্য অনুষ্ঠানে কয়েকশ মানুষ সমাগত হলে স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার রিভার রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের রাজধানীতে। হতাহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
সেখানে আগত ব্যক্তিরা অনুষ্ঠানস্থলের ফটক ভেঙে ফেলেন। এ সময় তাঁরা হুড়াহুড়ি করে সেখানে প্রবেশের চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে।
কিংস অ্যাসেম্বলি পেন্টেকোস্টাল গির্জা আয়োজিত দাতব্য অনুষ্ঠানের অনুষ্ঠানস্থল পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে প্রবেশ করতে শুক্রবার থেকেই অনেকে লাইন ধরেছিলেন।
স্থানীয় পুলিশের মুখপাত্র ইরিঙ্গি-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, লোকজন আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন এবং কেউ কেউ অধৈর্য হয়ে হুড়াহুড়ি শুরু করেন। যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এমনটি কেন হয়েছে তার তদন্ত চলছে। এ ঘটনায় সাত জন আহত হয়েছেন বলে তিনি জানান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।