নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ৪০০ মিটার খাদে বাস, নিহত ২৩
বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু রয়েছে। খবর বাসসের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানানো হয়েছে। দেশটির কোচাবাম্মা রাজ্যে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাসটি ৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪০০ মিটার নিচে পড়ে যায়। দুর্ঘটনায় চালকের স্ত্রীও নিহত হয়েছেন।
চালক বলেন, ‘আমি ব্রেকে চাপ দিয়েছিলাম। কিন্তু ব্রেক কাজ করছিল না।’

এনটিভি অনলাইন ডেস্ক