বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/23/_121761102_625d6de8-f6f6-41ac-b8bc-ce2f5c5a2182.jpg)
বেলজিয়ামে বাসে আগুন লেগে ৪৫ জন নিহত হয়। ছবি : রয়টার্স
দক্ষিণপূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় একটি মহাসড়কে পর্যটকবাহী একটি বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/11/23/bulgeria-accident-insert.jpg 654w)
বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ২টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কের বোসনাক গ্রাম সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। দগ্ধ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা কাজ শুরু করে।