স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামীদের শীর্ষ নেতা ইতালিতে গ্রেপ্তার
স্পেনের স্বায়ত্বশাসতি অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতাকামীদের শীর্ষ নেতা কার্লোস পুইদেমন্তকে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আলঘেরো বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে সার্ডিনিয়া পুলিশ। আজ শুক্রবার পুইদেমন্তকে সাসারির জজ কোর্টে হাজির করার কথা রয়েছে।
২০১৭ সালে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করায় অঞ্চলটির সাবেক প্রেসিডেন্ট ৫৮ বছর বয়সী কার্লোস পুইদেমন্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিল স্পেন সরকার। এরপর পুইদেমন্ত দেশ ছেড়েছিলেন।
সর্বশেষ তথ্য মতে, পুইদেমন্ত বেলজিয়ামে নির্বাসনে ছিলেন।
এদিকে, পুইদেমন্তের গ্রেপ্তারের ঘটনায় কাতালুনিয়ার বর্তমান প্রেসিডেন্ট স্বাধীনতাকামী নেতা পেরে আরগোনেজ উদ্বেগ জানিয়েছেন।
তবে স্পেন বলছে, তারা পুইদেমন্তকে আটকের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি জানিয়ে আসছিল।