মক্কায় মসজিদুল হারাম চত্বরে ফ্রি ওয়াই-ফাই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/01/photo-1435758538.jpg)
সৌদি আরবের মসজিদুল হারাম প্রাঙ্গণে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। হজযাত্রী ও ভ্রমণকারীরা সেখানে গেলে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সৌদি আরবের তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক বানদার আল খুজাইম জানান, সৌদি রাজার প্রযুক্তিগত পরিষেবার অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মসজিদুল হারামে তীর্থযাত্রী ও সরকারের কর্মীদের মধ্যে অনলাইনে যোগাযোগ স্থাপনের জন্য এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির এক খবরে বলা হয়েছে, দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ওয়াই-ফাই সুবিধা ব্যবহার করে দর্শনার্থী ও হজযাত্রীদের বার্তা পাঠিয়ে দিক নির্দেশনা দেবেন। এ ছাড়া বিভিন্ন সচেতনতামূলক বার্তাও পাঠাবেন তারা।
আল খুজাইম আরো জানান, হজযাত্রীদের জন্য ব্লুটুথের ব্যবস্থাও করা হয়েছে। এতে করে হজ করতে আসা মানুষেরা পবিত্র কাবা ঘর প্রদক্ষিণ করার সময় (মাতাফ) কতবার প্রদক্ষিণ করলেন তা বুঝতে পারবেন। মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত এক পদ্ধতি ব্যবহার করে এই সেবা দেওয়া হবে।
এ ছাড়া অনলাইনে মসজিদুল হারামে ইতিকাফ করার জন্য ছয়টি ভাষায় নাম নিবন্ধন করা যাবে।