মেক্সিকোতে গির্জার ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় কাজ চলার সময় একটি গির্জার ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এগারোতে দাঁড়িয়েছে। গত রোববার (১ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন। হতবাক মানুষ নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
সরকারি তথ্যের বরাতে এএফপি জানায়, হৃদয়বিদারক ঘটনাটির সময় ৭০ জনের মতো মানুষ সান্তা ক্রুজ ক্যাথলিক চার্চে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে অনেক শিশু আছে। ৬০ জনের মতো মানুষ এতে আহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জন এখনও হাসপাতালে আছেন।
সোমবার শহরের মেয়র আদ্রিয়ান ওসেগুয়েরা বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি আরও একজনের মৃত্যুর খবর পেয়েছি। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এগারোতে।’
তামাউলিপাস রাজ্য সরকারের একজন মুখপাত্র ঘটনার দিন এক বিবৃতিতে উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে ঘটা এই দুর্ঘটনার নানা তথ্য নিশ্চিত করেন। আর সরকারি বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় ১ অক্টোবর দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে। সেদিন স্থানীয় টেলিভিশনে দেখানো হয়, বেশ কিছু মানুষ খুঁটির সাহায্যে ছাদের ভেঙে পড়া অংশ ধরে রাখার চেষ্টা করছে আর অন্যান্যরা ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গির্জার ধর্মযাজক হোসে আরমান্দো আলভারেজ ওই দিন বলেন, ‘আমরা খুবই কঠিন একটি সময় পার করছি, যীশুর নৈশভোজ অনুষ্ঠানের প্রস্তুতির সময় গির্জার ছাদ ধসে পড়ে।’