ফিলিস্তিনি হামাস যুদ্ধ ঘোষণা করেছে, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। আজ শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেটের ব্যারেজ নিক্ষেপের পর তিনি এই দাবি করেন। খবর এএফপির।
এক বিবৃতিতে গ্যালান্ট বলেন, ‘হামাস আজ সকালে একটি চরম ভুল করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘আইডিএফ সৈন্যরা (ইসরায়েলি সেনাবাহিনী) প্রতিটি অবস্থানে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে।’
এর আগে ইসরায়েলে ব্যাপক রকেট হামলার তথ্য জানায় ফরাসি সংবাদ সংস্থা এএফপি। এক প্রতিবেদনে তারা জানায়, আজ শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেটের ব্যারেজ ছোড়া হয় বলে দাবি করা করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এবং চিকিৎসকেরা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে।
এদিকে, হামলার দায় স্বীকার করেছে হামাস। তারা বলে, ‘আমরা দখলদারিত্বের (ইসরায়েল) মতো অপরাধ ধূলিসাতের সিদ্ধান্ত নিয়েছি।’ ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড বলেছে, ‘আমরা অপারেশন আল-আকসা বন্যা ঘোষণা করেছি এবং ২০ মিনিটের প্রথম ধাপে পাঁচ হাজরের বেশি রকেট-গুলি ছুড়েছি।’
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামাস ‘ব্যাপক রকেট হামলা’ শুরু করেছে। একইসঙ্গে ‘সন্ত্রাসীরা ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করেছে।’ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনার খেসারত হামাসকে দিতে হবে।