ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
ভারতের অন্ধ্র প্রদেশের একটি ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে। পাশাপাশি শরীরে রাসায়নিক পোড়ার ক্ষত নিয়ে চিকিৎসাধীন আছেন আহত হওয়া ৩৪ ব্যক্তি। দেশটির পুলিশ বিভাগ আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য দিয়েছে। খবর এএফপির।
ভারতের দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে বেশ কয়েকটি দেহ ছিন্নভিন্ন হয়ে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। অন্ধ্র প্রদেশেরে আনাকাপাল্লি জেলার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কারখানার একটি ইউনিটে গতকাল বুধবার বিকেলে আগুন ছড়িয়ে পড়ে।
জেলার পুলিশ সুপারইনটেনডেন্ট এম দীপিকা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং চূড়ান্তভাবে ১৭ জনের মৃত্যু ও ৩৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে ইলেকট্রিক প্যানেলে আঘাত করে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এম বুচাইয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বিস্ফোরণের সময় যারা কারখানার ভেতরে ছিল তারা ভয়াবহ রাসায়নিকে দগ্ধ হন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা ছিল ভয়াবহ, হৃদয়বিদারক। চেতনা হারানোর আগে তারা চিৎকার করছিলেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন।