ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের নাগপুরের কাছে ভান্ডারা জেলায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি দুপুরে এক অনুষ্ঠানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিতিন গড়করি বলেন, "ভান্ডারার অস্ত্র কারখানায় বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এটি প্রাথমিক তথ্য।" তিনি "দুর্ভাগ্যজনক এই ঘটনায়" প্রাণ হারানো লোকদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন।
জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণটি কারখানার এলটিপি বিভাগে ঘটে। দমকলকর্মী এবং মেডিকেল টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
বিস্ফোরণের কারণে ভবনটির ছাদ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে। প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মরদেহ পাওয়া যায়। ধ্বংসস্তূপ সরানোর জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে ৫ কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা যায়। দূর থেকে ধারণ করা এক ভিডিওতে কারখানার ওপরে কালো ধোঁয়ার ঘন স্তর উঠতে দেখা গেছে।
এর আগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ জানিয়েছিলেন, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর পথে। চিকিৎসা সহায়তার প্রয়োজন হলে তা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।