গাজায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ
ফিলিস্তিনের ইসলামি জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, তাদের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আজ বুধবার (২ জুলাই) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ফুটেজে মুখোশধারী যোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপ করতে দেখা গেছে।
আল-কুদস ব্রিগেড জানিয়েছে, এই অভিযান হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের সহযোগিতায় পরিচালিত হয়েছে। ভিডিওতে যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতিতে কৌশলগত অবস্থান নিতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা যায়।
দুদিন আগে আল-কুদস ব্রিগেড দাবি করেছিল, তারা খান ইউনিসের পূর্বে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি যান ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ভিডিও প্রকাশের ঘটনা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর কার্যক্রমের একটি চিত্র তুলে ধরল।

এনটিভি অনলাইন ডেস্ক