গাজা ‘ভিন্ন জগৎ’ হতে চলেছে : ট্রাম্প

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি-সংক্রান্ত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাস ও ইসরায়েলের সম্মতি জানানোর পর গাজার ভবিষ্যৎ নিয়ে আশার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই শান্তি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর আপনারা দেখবেন মানুষজন মিলেমিশে আছে এবং গাজা পুনর্গঠিত হবে। ট্রাম্প দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, “গাজা এরপর ‘ভিন্ন জগৎ’ হতে চলেছে এবং এর জন্য সেখানে প্রচুর সম্পদ ব্যয় করা হবে।”
মার্কিন এই নেতা আরও বলে, ‘আমি বিশ্বাস করি, চুক্তির পর গাজা অনেক বেশি নিরাপদ জায়গা হবে এবং এটি পুনর্গঠিত হবে।’
ট্রাম্পের প্রত্যাশা, এই অঞ্চলের অন্যান্য ধনী দেশগুলো গাজার পুনর্গঠনে সহায়তা করবে। কারণ তাদের প্রচুর সম্পদ রয়েছে এবং তারা এই পুনর্গঠন দেখতে চায়। ট্রাম্প দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।’

এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো গাজায় যুদ্ধ বন্ধ করা ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করা।”