শান্তিতে নোবেলজয়ী মাচাদো বলেছেন ‘এটি আপনারই প্রাপ্য’ : ট্রাম্প

এ বছর নোবেল শান্তি পুরস্কার না পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল পুরস্কারটি তার ‘সম্মানেই’ গ্রহণ করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নোবেল ঘোষণার পরদিন শুক্রবার (১০ অক্টােবর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পুরস্কারটি নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সরাসরি কমিটির সিদ্ধান্তের সমালোচনা না করলেও, নিজেকে অসংখ্য যুদ্ধ সমাধানের কৃতিত্ব দেন এবং জানান যে মাচাদো তাকে ফোন করেছিলেন।
স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করে বললেন— আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ প্রকৃতপক্ষে এটি আপনারই প্রাপ্য। এটি সত্যিই ভদ্রতা ও সৌজন্যের পরিচয়।
মজার ছলে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি তখন অবশ্য বলিনি, ‘তাহলে পুরস্কারটা আমাকে দিয়ে দিন,—বক্তব্যের এই অংশে উপস্থিত সবাই হেসে ওঠেন।
ট্রাম্প এও স্বীকার করেন, কমিটি পুরস্কারের জন্য মূলত ২০২৪ সালের কাজকে বিবেচনা করেছে, যখন তিনি কেবল প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, শান্তির জন্য তার অবদান এত বেশি ছিল যে, তাকে পুরস্কার দেওয়া উচিত ছিল।

এর আগে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মারিয়া কোরিনা মাচাদো লেখেন, আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার কষ্টভোগী জনগণের উদ্দেশে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি, যিনি আমাদের আন্দোলনে দৃঢ় সহায়তা করেছেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তিনি বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন এবং এজন্য নোবেল পুরস্কারের যোগ্য। তিনি বলেন, আমি আটটি শান্তিচুক্তি করেছি— এর মধ্যে ইসরায়েল-গাজা ও ভারত-পাকিস্তানের মধ্যকার একটি চুক্তিও ছিল।