যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের নতুন হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা আজ রোববার (১৯ অক্টোবর) সকালে দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে।
আইডিএফ-এর দাবি, রোববার সকালে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় তাদের সৈন্যদের ওপর হামাসের পক্ষ থেকে হামলা চালানো হয়। সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুসারেই নতুন করে বিমান হামলা শুরু করেছে।
একটি সামরিক সূত্র জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি হলো একটি টানেল ব্যবস্থা, যা হামাস অতীতে ইসরায়েলিদের জিম্মি করার জন্য ব্যবহার করেছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানোর যে অভিযোগ করেছে, হামাস সেই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলও রয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তা ও সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে ৩৫ জন নিহত ও কমপক্ষে ১৪৬ জন আহত হয়েছেন।