ভারতে দ্রুতগামী ডাম্পার ট্রাকের ধাক্কায় নিহত ১০, আহত অনেকে
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে লোহা মান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টার দিকে একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার ডিভাইডারে উঠে উল্টে যায় এবং নিচে চাপা পড়ে একাধিক যানবাহন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় কানওয়াটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের মান সিং (এসএমএস) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি উল্টে যাওয়ার পর স্থানীয় জনতা চালককে ধরে ফেলে। পরে পুলিশ এসে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর পুরো এলাকাজুড়ে ভাঙা যানবাহন ও নিহতদের মরদেহ ছড়িয়ে ছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ট্রাফিক অন্যদিকে ঘুরিয়ে দেয়।
এর কয়েক ঘণ্টা আগেই জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভরত মালা হাইওয়ের মাতোদা গ্রামে একটি টেম্পো ট্রাভেলার বাস পার্ক করা ট্রেলারে ধাক্কা দেয়। সেই দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও ৩ জন আহত হন।
পুলিশ জানিয়েছে, ওই বাসের যাত্রীরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিকানরের কাপিল মুনি আশ্রমে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এনটিভি অনলাইন ডেস্ক