নেপালে তুষারধসে ৯ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৭
সাম্প্রতিক দিনগুলোতে নেপালের হিমালয় পর্বতমালায় প্রবল তুষারঝড় ও তুষারধসের ঘটনা ঘটছে। এতে চলতি সপ্তাহে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এচাড়া এ বিপর্যয়ে এখন পর্যন্ত সাতজন ইতালীয় পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।
গত সোমবার (৩ নভেম্বর) নেপালের হিমালয় পর্বতমালার ইয়ালুং রি পর্বতের চূড়ার কাছে একটি বেস ক্যাম্পে বিশাল তুষারধস নামে। এই ঘটনায় পাঁচজন বিদেশি পর্বতারোহীর মধ্যে তিনজন ইতালীয় পর্বতারোহী নিহত হন। এছাড়া আরও দুইজন নেপালি গাইডও নিহত হয়েছেন।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিখোঁজ আরও সাতজন ইতালীয় নাগরিকের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : ফিলিপাইনে টাইফুন ‘কালমেগি’র আঘাতে নিহত বেড়ে ১৪০
মন্ত্রণালয় আরও জানায়, সাম্প্রতিক দিনগুলোতে নেপালি হিমালয়ের বেশ কয়েকটি অঞ্চল ধারাবাহিক তুষারধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা উল্লেখ করেছে, নিখোঁজদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ, উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক মিশনের মধ্যে যোগাযোগ স্থাপন করা খুবই কঠিন হয়ে পড়েছে।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেছেন, নিখোঁজ সাতজনের ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেপালের হিমালয়ান টাইমস সংবাদপত্র বুধবার জানিয়েছে, মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসের ঘটনাস্থল থেকে একজন ইতালীয় ও একজন ফরাসি পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাতজনের মধ্যে তিনজন ইতালীয়, দুইজন নেপালি, একজন জার্মান ও একজন ফরাসি পর্বতারোহী ছিলেন। এছাড়া তিনজন নেপালি ও দুইজন ফরাসি নাগরিকসহ আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
ইয়ালুং রি-তে তুষারধসে নিজের স্বামী ক্রিশ্চিয়ান ম্যানফ্রেডকে হারানো ফরাসি পর্বতারোহী ইসাবেল সোলাঞ্জ থাওন (৫৪) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি আরেক ফরাসি পর্বতারোহী দিদিয়ের আরমান্ডের সঙ্গে বেঁচে ফিরতে পেরে ভাগ্যবান।
রাজধানী কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন থাওন। তিনি বলেন, তুষারধস থেকে বেঁচে ফিরতে পেরে তারা ভাগ্যবান। তিনি আরও জানান যে, তিনি পাথরের ওপর দিয়ে লাফিয়ে ও বরফের মধ্যে সাঁতরেছিলেন, যতক্ষণ না উদ্ধারকারীরা এসে তাঁদের সাহায্য করে। তবে তিনি দুঃখ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমার স্বামী ক্রিশ্চিয়ান মারা গেছেন, কারণ পাথর তাঁর মাথায় আঘাত করেছিল।’
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনির মৃত্যু
উত্তর-পূর্ব নেপালের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত মাউন্ট ইয়ালুং রি একটি পাঁচ হাজার ৬০০ মিটার (১৮ হাজার ৩৭০ ফুট) উঁচু শৃঙ্গ, যা নবীন পর্বতারোহীদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়।
এছাড়াও, গত শুক্রবার পশ্চিম নেপালে ছয় হাজার ৮৮৭ মিটার (২২ হাজার ৫৯৫ ফুট) উঁচু পানবারি পর্বত আরোহণের চেষ্টা করার সময় নিখোঁজ হওয়া দুই ইতালীয় পর্বতারোহীরও মৃত্যুর খবর পরে নিশ্চিত করা হয়েছে।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে নেপালে অসময়ের বৃষ্টিপাত ও ভারি তুষারপাত হয়েছে, যার ফলে জনপ্রিয় হিমালয় ট্রেকিং রুটে অনেক ট্রেকার ও পর্যটক আটকা পড়েন। কর্তৃপক্ষ ট্রেকার ও পর্বতারোহীদের জন্য সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, নেপালে বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি অবস্থিত।

এনটিভি অনলাইন ডেস্ক